পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন
খুলনা সদর, খুলনা
স্মারক নম্বর: ১২.০১.০০০০.০৪০.২০.০১৩.২৩.১৯১ তারিখ: ০৮ নভেম্বর, ২০২৩ খ্রি.।
বিষয় : পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন গঠনের নীতিমালা র্পের ণ ।
উপযুর্ক্ত বিষয়ের প্রেক্ষিতে অবগতি ও পয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে পল্লী কৃষি উন্নয়নকর্পো রেশন গঠনের নীতিমালা এতদসংগে সংযক্তু করে র্পের ণ করা হলো।
পল্লী কৃষি উন্নয়ন কর্পো রেশন পার্টনার বাংলাদেশ গঠনের নীতিমালা যথাযথ অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
সংযুক্ত:
(০১) পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন পার্টনার বাংলাদেশ গঠনের নীতিমালা ৪ (চার) পাতা।
উপজেলা কৃষি অফিসার
———-,———। উপজেলা (৪৯৫)
অনুলিপি জ্ঞাতার্থে: (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়)
১ . সচিব, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২. মহাপরিচালক, কৃষি মন্ত্রণালয়, ঢাকা।
৩. মোহাম্মদ রবিউল ফয়সাল, উপসচিব, পরিকল্পনা-২ শাখা, কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৪. পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
৫. পরিচালক, প্রশাসন ও অর্থ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
৬. পরিচালক, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি়, ঢাকা।
৭. অতিরিক্ত পরিচালক, কৃষি মন্ত্রণালয়,———– অঞ্চল। (সকল)
৮. উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ———– জেলা। (সকল)
৯. পিএস টু ডিজি, কৃষি মন্ত্রণালয়, ঢাকা।
১০. এ্যাডিশনাল প্রো গ্রাম ডিরেক্টর, পল্লী কৃষি উন্নয়ন কর্পো রেশন।
১১. ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর (সকল), পার্টনার, ডিএই, খামারবাড়ি, ঢাকা।
১২. সিনিয়র মনিটরিং অফিসার, পল্লী কৃষি উন্নয়ন কর্পো রেশন
১৩. অফিস কপি।
পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন
খুলনা সদর, খুলনা
পল্লী কৃষি উন্নয়ন কর্পো রেশন পার্টনার বাংলাদেশ এর সাধারণ নীতিমালা:
পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন পাটর্নর বাংলাদেশ কৃষি পয্র ুক্তি বিস্তারের একটি অন্যতম মাধ্যম। পার্টনারের
সকল ধরনের কাযর্ক্র ম যেমনঃ প্রশিক্ষণ, পদ্র র্শনী, ফিল্ড ওরিয়েন্টশন, সার, বীজ, ফসলের চারা পদ্র ান ও মাঠ দিবস
ইত্যাদি পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন পাটর্ন ার বাংলাদেশ এর মাধ্যমে বাস্তবায়িত হবে। তাই অত্যন্ত গুরুত্ব সহকারে
পল্লী কৃষি উন্নয়ন কর্পো রেশন পার্টনার বাংলাদেশ কৃষক ও কৃষাণী নির্বা চনসহ অন্যান্য কার্যক্রম বাবায়ন করতে হবে। —
দলীয় ভিত্তিতে কৃষি প্রযুক্তিসমূহ বিস্তার করা।
কৃষি ব্যবসা, কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিক কৃষি, উন্নত বাজার ব্যবস্থা, উত্তম কৃষি চর্চা ইত্যাদি বিষয়ে
কৃষকদের হাতে-কলমে প্ির শক্ষিত করার মাধ্যমে শুধু উৎপাদনমুখী কৃষি থেকে বাণিজ্যিক কৃষি হয়ে স্মার্ট
কৃষিতে রুপান্তরের ব্যবস্থা করা।
পল্লী কৃষি উন্নয়ন কর্পো রেশন পার্টনার বাংলাদেশকে বাস্তবায়ন পরবর্তীতে কাস্টম হায়ারিং সেন্টারে রুপান্তর
করা।
দলীয় ভিত্তিতে উত্তম কৃষি চর্চা অনুশীলন ও রপ্তানীমখু ী ফসলের বিস্তারের ব্যবস্থা করা।
১। স্থান নির্বাচনঃ
ক্লাস্টার আকারে ফসল চাষ করা হচ্ছে এমন স্থান পাটর্ন ার পল্লী কৃষি উন্নয়ন এর জন্য নির্বাচন করতে হবে।
সেচ সুবিধা, বন্যামুক্ত ও ভাল যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন স্থানে জঅউ স্থাপন করতে হবে।
২। পল্লী কৃষি উন্নয়ন কর্পো রেশন পার্টনার বাংলাদেশ এর জন্য কৃষক নির্বাচনঃ
একই ক্রপ ক্লাস্টার, একই আর্থ-সামাজিক অবস্থা ও মানসিকতা সম্পন্ন কৃষক-কৃষাণীদের পল্লী কৃষি উন্নয়ন
কর্পোরেশন পাটর্ন ার বাংলাদেশ সদস্য নির্বাচন করতে হবে।
প্রতিটি ফিল্ড অফিসারের ২৫০ জন কৃষক-কৃষাণী থাকবে।
২৫০ জন সদস্যের মধ্যে ক্ষদু ্র (৮০%), মাঝারী ও বড় (২০%) কষক থাকবে । ৃ
প্রতি পরিবার থেকে ০১ জন সদস্য নিয়ে ২৫০ পরিবার সমন্বয়ে একটি পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন
পাটর্ন ার বাংলাদেশ গঠিত হবে।
কৃষি ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের জন্য পল্লী কৃষি উন্নয়ন কর্পো রেশন পাটর্ন ার বাংলাদেশে সদস্যদের মধ্যে
৩০% মহিলা সদস্য নিশ্চিত করতে হবে।
প্রতিটি সদস্যদের বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে থাকবে। কোন অবস্থায় ছাত্র/ ছাত্রীদের অন্তর্ভুক্ত করা
যাবেনা ।
শিক্ষিত- অগ্রগামী কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
দলীয়ভাবে কাজ করতে আগ্রহী প্রকৃত কৃষক- কৃষাণী নির্বাচন করতে হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণে সক্রিয় এবং সামাজিকভাবে গ্রহণযোগ্য কৃষকদের
অগ্রাধিকার দিতে হবে।
নিজেদের মধ্যে সু-সম্পর্ক থাকা আবশ্যক।
সকল সদস্য একই উদ্দেশ্য সাধনে কাজ করবে।
প্রযুি ক্ত গ্রহণ ও বি¯ারে ইচ্ছুক হতে হবে। —
কৃষক সকল নিয়ম নীতি অনুসরণ করতে আগহ্র ী হতে হবে।
সদস্য নির্বাচনের ক্ষেত্রে কৃষি উদ্যোক্তাদের অগ্রাধিকার দিতে হবে।
৩। RADএর ধরণঃ
মোট ০৭ (সাত) ধরনের ফিল্ড অফিসার বাস্তবায়িত হবে।
ধানেরi (Rice Partner Rural Agriculture Development) – RAD (Rice)
ডাল জাতীয় ফসলের পল্লী কৃষি উন্নয়নের (Pulses Partner Rural Agriculture Development)
– RAD (Pulses)
তেলজাতীয় ফসলের পল্লী কৃষি উন্নয়নের i (Oils Partner Rural Agriculture Development) – RAD (Oils)
ভুট্টার পল্লী কৃষি উন্নয়নেরi (Maize Partner Rural Agriculture Development) – RAD (Maize)
গমের পার্টনার পল্লী কৃষি উন্নয়নেরi (Wheat Partner Rural Agriculture Development) – RAD (Wheat)
পুষ্টি পল্লী কৃষি উন্নয়নের i (Nutrition Partner Rural Agriculture Development) – RAD
(Nutrition)
GAP পাটর্ন ার পল্লী কৃষি l (GAP Partner Rural Agriculture Development) – RAD
(GAP)
৪। RAD এর কার্যনির্বাহী কমিটিঃ
প্রতিটি পার্টনার পল্লী কৃষি উন্নয়নে ০৯ (নয়) সদস্য বশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি থাকবে।
চেয়ারম্যান ০১ জন
ভাইস- চেয়ারম্যান ০১ জন
সেক্রেটারি ০১ জন
ক্যাশিয়ার ০১ জন
কার্যকারী সদস্য ০৫ জন
৫। RAD পরিচালনাঃ
প্রতিটি ইউনিয়নে ০৭ (সাত) টি পল্লী কৃষি উন্নয়ন বাস্তবায়িত হবে।
পাটর্ন ার পল্লী কৃষি উন্নয়ন প্রকল্প মাঠ নির্দেশিকা গাইড অনুযায়ী বাস্তবায়িত হবে।
৬। পার্টনার পল্লী কৃষি উন্নয়ন প্রকল্পের কার্যক্রমঃ
গ্রুপ মোবিলাইজেশন ও সংবেদনশীলতা
নিয়মিত মাসিক সভা
মাসিক সঞ্চয়
ব্যাংক হিসাব পরিচালনা
আয়বর্ধক কাজে বিনিয়োগ করা
প্রযুি ক্ত গ্রহণ
নন-পিএফএস ও পিএফএস সদস্য/কৃষক এর মাঝে প্রযুক্তি বিস্তার
বাজার ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতা করা
কৃষকের উৎপাদিত পণ্যের বানিজ্যিকীকরণ
নিরাপদ খাদ্য-পুষ্টি নিয়ে কাজ করা
কর্মসংস্থান তৈরি।
কৃষি পণ্যের ভ্যালু চেইন উন্নয়নে কাজ করা।
পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন
খুলনা সদর, খুলনা
ধানের পার্টনার পল্লী কৃষি উন্নয়ন (Rice Partner Maize Partner Rural Agriculture
Development) এর বিশেষ নীতিমালা:
১। ক্লাস্টার আকারে ধান উৎপাদিত হয় এমন এলাকায় পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে।
২। উচ্চ ফলনশীল আধুনিক জাতের ধান যেমন ব্রি ধান ১০০+ চাষ করা যাবে এমন এলাকাকে অগ্রা ধিকার দিয়ে পল্লী
কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে।
৩। বিশেষ গুণসম্পন্ন যেমন- প্রিমিয়াম কোয়ালিটি রপ্তানীযোগ্য সরু জাতের ধানের উৎপাদন এলাকাকে অগ্রাধিকার
দিয়ে ধানের পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে।
৪। ধানের বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও বাজারজাতকরণের জন্য উদ্যোক্তা হতে আগ্রহী এমন কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
ডাল জাতীয় ফসলের পল্লী কৃষি উন্নয়ন(Pulses Partner Maize Partner Rural Agriculture
Development) এর বিশেষ নীতিমালা:
১। ক্লাস্টার আকারে ডাল জাতীয় ফসল উৎপাদিত হয় এমন এলাকায় পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করা।
২। আধুি নক জাতের ডাল জাতীয় ফসল যেমন বারি মুগ, বিনা মুগ, বারি মসুর, ইত্যাদি জাতের আবাদ ও সম্প্রসারণ
করা যাবে এমন এলাকাকে অগ্রা ধিকার দিয়ে ডাল জাতীয় ফসলের পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে।
৩। বিদেশে রপ্তানীযোগ্য ডাল জাতীয় ফসল যেমন- মুগ চাষ হয় এলাকায় ডাল জাতীয় ফসলের পিএফএস এর ¯া’ পন
ও কৃষক নির্বাচন করতে হবে।
৪। ডাল ফসল কেন্দ্রিক উদ্যোক্তা হতে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
৫। ডাল জাতীয় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও বাজারজাতকরণের জন্য উদ্যোক্তা হতে আগ্রহী
কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
তেলজাতীয় ফসলের পল্লী কৃষি উন্নয়নb (Oils Partner Maize Partner Rural Agriculture Development) এর বিশেষ নীতিমালা :
১। ক্লাস্টার আকারে তেল জাতীয় ফসল উৎপাদিত হয় এমন এলাকায় পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করা।
২। আধুি নক জাতের তেল জাতীয় ফসল চাষ হয় এমন এলাকাকে অগ্রাধিকার দিয়ে তেলজাতীয় ফসলের পল্লী কৃষি
উন্নয়ন স্থাপন করতে হবে।
৩। উন্নত গুনাগুন ও বাজারে চাহিদাসম্পন্ন তেলজাতীয় ফসলের এলাকায় পিএফএস স্থাপন করতে হবে।
৪। উদ্যোক্তা হতে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
ভুট্টার পার্টনার ফিল্ড স্কুল (Maize Partner Maize Partner Rural Agriculture Development) এর বিশেষ নীতিমালা:
১। ক্লাস্টার আকারে ভুট্টা উৎপাদিত হয় এমন এলাকায় পার্টনার পল্লী কৃষি উন্নয়ন স্থাাপন করা।
২। ভুট্টার বাজার ব্যবস্থাপনা বা সংযোগের উপযোগিতার ভিত্তিতে এলাকা নির্বাচন করতে হবে।
৩। সেচ সুবিধা রয়েছে এমন এলাকা নির্বা চনে অগ্রা ধিকার দিতে হবে।
৪। ভুট্টা প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের সুযোগ রয়েছে এমন কৃষকদের অগ্রা ধিকার দিতে হবে।
৫। ভুট্টা কেন্দ্রিক উদ্যোক্তা হতে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
পল্লী কৃষি উন্নয়ন কর্পোরেশন
খুলনা সদর, খুলনা
গমের পার্টনার ফিল্ড স্কুল (Wheat Partner Rural Agriculture Development) এর বিশেষ নীতিমালা:
১। ক্লাস্টার আকারে গম উৎপাদিত হয় এমন এলাকায় গমের পার্টনার পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করা।
২। গমের বাজার ব্যবস্থাপনা বা সংযোগের উপযোগিতার ভিত্তিতে এলাকা নির্বাচন করতে হবে।
৩। সেচ সুবিধা রয়েছে এমন এলাকা নির্বা চনে অগ্রা ধিকার দিতে হবে।
৪। গমের প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের সুযোগ রয়েছে এমন কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
৫। উদ্যোক্তা হতে আগ্রহী কৃষকদের অগ্রা ধিকার দিতে হবে।
৬। বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহের বিষয়টি গুরুত্ব দিয়ে এলাকা ও কৃষক নির্বাচন করতে হবে।
৭। গম ফসলের কর্তন, মাড়াই ও প্রক্রিয়াজাতকরণে যান্ত্রিক/ মেশিন ব্যবহার রয়েছে এমন কৃষক ও এলাকাকে
অগ্রাধিকার দিতে হবে।
পুষ্টি পাটর্ন ার পল্লী কৃষি উন্নয়ন (Nutrition Partner Rural Agriculture Development) এর বিশেষ নীতিমালা :
১। পুষ্টি পাটর্ন ার পল্লী কৃষি উন্নয়ন ১০০% মহিলা সদস্য নিয়ে গঠিত হবে।
২। যে সমস্ত বসতবাড়িতে সবজি ও ফল চাষ করার উপযুক্ত জয়গা রয়েছে বা বসতবাড়িতে সবজি/ফল চাষ করে
এমন পরিবার থেকে সদস্য নির্বাচন করতে হবে।
৩। জৈবসার (ভার্মিকম্পোষ্ট, ট্রা ইকো কম্পোষ্ট, খামারজাত সার, কুইক কম্পোষ্ট ইত্যাদি) উৎপাদন করে বা করতে
ইচ্ছুক এমন কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
৪। উদ্যোক্তা হতে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
এঅচ পাটর্ন ার পল্লী কৃষি উন্নয়ন (GAP Partner Rural Agriculture Development)এর বিশেষ নীতিমালা:
১। পার্টনার কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ন অংশ এঅচ বাস্তবায়ন। এঅচ বাস্তবায়ন ডিএই অংশের একটি চ্যালেঞ্জ-
সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই GAP পাটর্ন ার পল্লী কৃষি উন্নয়নের এলাকা ও কৃষক নির্বাচন করতে হবে।
২। পাটর্ন ার কার্যক্রমের আওতায় রপ্তানীযোগ্য ১০ টি সবজি ফসল (ধন্দল, পটল, লাউ, করলা, বেগুন, আলু, বরবটি, ু
কচুর লতি, কাচঁ া মরিচ ও কাঁচা পেপে) ও ০৫ টি ফল ( আম, পেঁয়ারা, কাঠাল, আনারস ও জারা লেবু) নির্বাচন করা ঁ
হয়েছে। এই ফসলগুলোকে অগ্রাধিকার দিয়ে GAP পাটর্ন ার পল্লী কৃষি উন্নয়ন এলাকা ও কষক নির্বাচন করতে হবে। ৃ
৩। সৃজনকৃত ফল বাগানের মালিক/কৃষক/উদ্যোক্তাদের নিয়ে ফলের GAP পাটর্ন ার পল্লী কৃষি উন্নয়ন কৃষক নির্বা চন করতে হবে।
৪। যেসব এলাকায় GAP তালিকাভুক্ত সবজিসহ উচ্চমূল্যের সবজি ক্লাস্টার আকারে চাষ হয়, সেইসব এলাকায়
এঅচ পাটর্ন ার পল্লী কৃষি উন্নয়ন ¯াপন করতে হবে। ’
৫। রপ্তানী কাজে নিয়োজিত কৃষক/ উদ্যোক্তাদের বিশেষভাবে অগ্রা ধিকার দিতে হবে ।
৬। তথ্য সংগ্রহ ও সংরক্ষণে (জবপড়ৎফ শববঢ়রহম) সক্ষম এমন শিক্ষিত কৃষকদের অগ্রধিকার দিতে হবে।
৭। উদ্যোক্তা ও উদ্যোক্তাভিত্তিক কৃষি নিয়ে এঅচ পার্টনার পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে।
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.