ভিশন ও মিশন

ধানের পার্টনার পল্লী কৃষি উন্নয়ন (Rice Partner Maize Partner Rural Agriculture Development)) এর বিশেষ  নীতিমালা:

১। ক্লাস্টার আকারে ধান উৎপাদিত হয় এমন এলাকায় পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে।
২। উচ্চ ফলনশীল আধুনিক জাতের ধান যেমন ব্রি ধান ১০০+ চাষ করা যাবে এমন এলাকাকে অগ্রাধিকার দিয়ে পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে।
৩। বিশেষ গুণসম্পন্ন যেমন- প্রিমিয়াম কোয়ালিটি রপ্তানীযোগ্য সরু জাতের ধানের উৎপাদন এলাকাকে অগ্রাধিকার দিয়ে ধানের পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে ।
৪। ধানের বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও বাজারজাতকরণের জন্য উদ্যোক্তা হতে আগ্রহী এমন কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
ডাল জাতীয ফসলের পল্লী কৃষি উন্নয়ন (Pulses Partner Maize Partner Rural Agriculture Development)) এর বিশেষ নীতিমালা:
১। ক্লাস্টার আকারে ডাল জাতীয় ফসল উৎপাদিত হয় এমন এলাকায় পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করা।
২। আধুনিক জাতের ডাল জাতীয় ফসল যেমন বারি মুগ, বিনা মুগ, বারি মসুর, ইত্যাদি জাতের আবাদ ও সম্প্রসারণ করা যাবে এমন এলাকাকে অগ্রাধিকার দিয়ে ডাল জাতীয় ফসলের পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে।
৩। বিদেশে রপ্তানীযোগ্য ডাল জাতীয় ফসল যেমন- মুগ চাষ হয় এলাকায় ডাল জাতীয় ফসলের পিএফএস এর স্থাপন ও কৃষক নির্বাচন করতে হবে।
৪। ডাল ফসল কেন্দ্রিক উদ্যোক্তা হতে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
৫। ডাল জাতীয় ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও বাজারজাতকরণের জন্য উদ্যোক্তা হতে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।
তেলজাতীয় ফসলের পল্লী কৃষি উন্নয়ন (Oils Partner Maize Partner Rural Agriculture Development)হঃ) এর বিশেষ নীতিমালা :
১। ক্লাস্টার আকারে তেল জাতীয় ফসল উৎপাদিত হয় এমন এলাকায় পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করা।
২। আধুনিক জাতের তেল জাতীয় ফসল চাষ হয় এমন এলাকাকে অগ্রাধিকার দিয়ে তেলজাতীয় ফসলের পল্লী কৃষি উন্নয়ন স্থাপন করতে হবে।
৩। উন্নত গুনাগুন ও বাজারে চাহিদাসম্পন্ন তেলজাতীয় ফসলের এলাকায় পিএফএস স্থাপন করতে হবে।
৪। উদ্যোক্তা হতে আগ্রহী কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।

Scroll to Top